এনসিসি ডে উপলক্ষে রেলি
এনসিসি ডে উপলক্ষে বর্ধমান নেহেরু বিদ্যামন্দির হিন্দি হাই স্কুল ও বর্ধমান রামআশীষ হিন্দি হাই স্কুল উদ্যোগে বর্ধমান শহরে একটি রেলি করা হয় ,তার পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করা হয়, সাফাই অভিযান করা হয়,
পথসভা করা হয় ওর রেলির মাধ্যমে বর্ধমান শহরের সৌন্দর্য তুলে ধরার জন্য বার্তা পৌঁছানো হয়, একই সাথে বর্ধমান টাউন স্কুলের পক্ষ থেকে অন্যান্য ব্যাটেলিয়ান দের এনসিসি গ্রুপের উদ্যোগে একই দিনে একই কর্মসূচি পালন করা হলো বর্ধমান কার্জন গেট চত্বরে ,পথচলতি মানুষদের মাক্স বিতরণ করা হয় এবং একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানান রকম কর্মসূচি চলে এনসিসি ডে উপলক্ষে, বেশকিছু স্কুলের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের উদ্যোগে ।