পৌর নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের বিভিন্ন ওয়ার্ডে র্যাফের টহলদারি
কৃষ্ণ সাহা ( বর্ধমান ) :- আগামী ২৭ শে ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান পৌরসভার পৌর নির্বাচন। এই পৌর নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আগাম সর্তকতা অবলম্বন করল জেলা পুলিশ।
পৌর নির্বাচনের আগের থেকেই আটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলতে চাইছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে শহরের স্পর্শকাতর’ জায়গাগুলোয় র্যাপ ও ইকো বাইক নিয়ে নজরদারি চললো এদিন।
এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল জানান, বর্ধমান শহরের স্পর্শকাতর’ এলাকাগুলোতে বিভিন্নভাবে পুলিশি নজরদারি শুরু হয়েছে যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন করানো যায়, মানুষের মধ্যে আস্থা যেন থাকে, কোন রকমের ঘটনা যেন না ঘটে তার জন্য সব রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান জেলা পুলিশের এই অভিযান নির্বাচন পর্যন্ত বহাল থাকবে।