চায় পে চর্চা অনুষ্ঠানে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন
বুধবার বর্ধমান শহরের ঢলদিঘি পেট্রোল পাম্প এলাকায় চায় পে চর্চা অনুষ্ঠানে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মালদার উত্তরের সাংসদ খগেন মুর্মু । এদিনের অনুষ্ঠানে তার সাথে ছিলেন বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ দা ও অন্যান্য কার্য কর্তারা ।
মালদার উত্তরের সাংসদ বলেন কেন্দ্র সরকার পেট্রোল ডিজেলের উপর কর ছাড় দিয়েছেন সেই সঙ্গে দেশের 22 টি রাজ্য পেট্রোল ডিজেলের উপর কমিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ এখনো সেই পথে হাঁটেনি । তাই পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে বারবার কটাক্ষ করলেও জনদরদি সরকার বলে দাবি করা তৃণমূল সরকার মানুষের স্বার্থে কর কমাচ্ছেন না কেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি