ভবানীপুরে বিজেপি প্রার্থীর মুখোমুখি তৃনমূল কো অর্ডিনেটর
একজন বিজেপি-র প্রাক্তন, আর একজন বর্তমান। প্রথম জন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অন্যতম সেনাপতি। আর দ্বিতীয় জন মমতার প্রতিদ্বন্দ্বী। বুধবার সকালে ভবানীপুরে (Bhabanipur By Election) ভোট প্রচারে বেরিয়ে হঠাত্ই মুখোমুখি হয়ে গেলেন ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কো অর্ডিনেটর অসীম বসু এবং বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ।পথে দেখা হতেই দু’জনে সৌজন্য দেখিয়ে হেসে কথা বললেও কয়েক মুহূর্ত পরেই পরস্পরের বিরুদ্ধে তোপ দাগলেন।
এ দিন সকালে ভবানীপুরে (Bhabanipur By Election) ভোট প্রচারে বেরিয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। তখনই ওই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন অসীম বসু। এলাকায় যিনি বাবাই নামেই বেশি পরিচিত। তখনই মুখোমুখি দেখা হয়ে যায় দু’ জনের। অসীম বসু তৃণমূলে যোগ দেওয়ার আগে বিজেপি-তে ছিলেন। তারও আগে তিনি ছিলেন কংগ্রেসে।
বিজেপি করার সুবাদে প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং অসীম বসু পূর্ব পরিচিত। বিজেপি-র টিকিটেই কলকাতা পুরসভার নির্বাচনে জয়ী হন তিনি। পরে দল বদল করে তৃণমূলে চলে আসেন। যদিও এ দিন মুখোমুখি সাক্ষাতে পরস্পরের প্রতি সৌজন্য দেখান তৃণূমল নেতা এবং বিজেপি প্রার্থী। প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে দেখে বাইক থামিয়ে দেন অসীম বসু। হেসে তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন প্রিয়াঙ্কাও।
কিন্তু এর কয়েক মিনিটের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘বাবাইদা তো আগে বিজেপি-তে ছিলেন। তাই আমি আগে থেকেই চিনি। বিজেপি-র টিকিটে জিতেই টাকা উপার্জনের জন্য তৃণমূলে যোগ দিয়েছিলেন। যিনি জামা কাপড়ের মতো দল বদল করেন তাঁর সম্পর্কে মানুষের কী ধারণা একটু খোঁজ নিয়ে দেখুন।’
কম যাননি অসীম বসুও। বিজেপি প্রার্থী সম্পর্কে তিনি বলেন, ‘মানুষ তো আগে জানতে চাইছে, পেট্রোল, ডিজেলের দাম কবে কমবে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে গোটা দেশের মানুষের নাভিশ্বাস উঠছে। এর পরেও কোন মুখে ভোট চাইতে আসছে জানি না। উনি ভবানীপুরে ঘুরতে এসেছেন, ঘোরা শেষ হলে চলে যাবেন।’