সরকারী প্রকল্পকে মান্যতা দিচ্ছেনা বেসরকারী ব্যাঙ্কগুলি

এবার কি বেসরকারি ব্যাঙ্কগুলির বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে নবান্ন? অন্তত মুখ্যসচিবের জেলায় জেলায় বার্তা তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। শুক্রবার বিভিন্ন জেলাগুলিতে মুখ্যসচিব বেসরকারি ব্যাঙ্ক যে সরকারি প্রকল্পকে মান্যতা দেয়নি, তা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেন।

মূলত স্টুডেন্ট ক্রেডিট কার্ড-সহ বিভিন্ন সরকারি প্রকল্পগুলিতে বেসরকারি ব্যাঙ্কগুলি অংশ নিচ্ছে না। বিশেষত বেসরকারি ব্যাঙ্কগুলির ক্ষেত্রে এই প্রকল্পের কাজে হয়রানি হচ্ছে সাধারন মানুষের। এই সব দিক লক্ষ্য রেখেই এবার এইসব ব্যাঙ্কের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।

এদিন নবান্ন থেকে সমস্ত জেলাশাসককে যে বার্তা পাঠানো হয়েছে মুখ্যসচিবের তরফে সেখানে বলা হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে মান্যতা দিচ্ছে না বেশিরভাগ বেসরকারি ব্যাঙ্ক। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঋণের পরিমাণ সম্প্রসারণ করা হচ্ছে না। সরকারি প্রকল্পকে পাত্তাই দিচ্ছে না প্রাইভেট ব্যাঙ্কগুলি।

এইরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামী দিনে এই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন মুখ্য সচিব। তিনি বলেছেন, এই সমস্ত বেসরকারি ব্যাঙ্কে যত সরকারি অ্যাকাউন্ট রয়েছে তা সরিয়ে নেওয়া হবে। যে সমস্ত ব্যাঙ্ক রাজি থাকবে এই সরকারি প্রকল্পগুলিকে মান্যতা দিতে তাদের কাছেই অ্যাকাউন্ট স্থানান্তরিত করা হবে।

তবে শুধু স্টুডেন্ট ক্রেডিট কার্ড নয়, রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পেও তেমন উত্‍সাহ দেখাচ্ছে না বেসরকারি ব্যাংক গুলি। পাঠানো বার্তায় মুখ্যসচিব বলেছেন, কিশান ক্রেডিট কার্ড, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিক সহায়তা ইত্যাদি প্রকল্পে ও বেসরকারি ব্যাঙ্কগুলির থেকে প্রত্যাশা মতো সাহায্য পাওয়া যাচ্ছে না।

নবান্ন সূত্রে খবর শুধুমাত্র বেসরকারি ব্যাঙ্কই নয়, পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যাঙ্কগুলিতেও এই ধরনের সমস্যা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মূলত সম্প্রতি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়া নিয়ে বিভিন্ন ব্যাঙ্ক বাড়ির দলিল থেকে শুরু করে একাধিক শর্ত রাখছে। তার জেরেই এবার এই কড়া মনোভাব নিতে চলেছে নবান্ন। এমনই মনে করা হচ্ছে। সূত্রের খবর রাজ্যের অর্থ সচিবকে এই ব্যাঙ্কগুলির একটি তালিকাও তৈরি করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *