রাজনৈতিক কর্মী সম্মেলন
রাজ্যের বিভিন্ন পৌরসভা গুলিতে পুরভোটের দামাম বেজে গেছে. রাজ্যের বিভিন্ন জেলাতে পৌর এলাকায় করা হচ্ছে রাজনৈতিক কর্মী সম্মেলন । আজ বর্ধমান শহরের 17 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস,যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের উদ্যোগে বর্ধমান শহরের তেলিপুকুর মোড়ে রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় ।
আগামী পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বর্ধমান পৌরসভা 35 টি ওয়ার্ডেই জয়যুক্ত হয় সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হয় রাজনৈতিক কর্মী সম্মেলনে । উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আইনুল হক, সহ প্রশাসক আলপনা হালদার,
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মেহেবুব রহমান, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, পূর্ব বর্ধমান জেলার জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস , বৈরাগ্য সাহানা পারভীন , অনামিকা সাই মণ্ডল ও 17 নম্বর ওয়ার্ডের অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী ।