গ্রাম পঞ্চায়েতে সদস্য খুনের ঘটনায় আরো এক অভিযুক্তকে আদালতে পেশ করল পুলিশ
মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার করুন নুরুন গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মুস্তাক শেখ এর খুনের ঘটনায় আরো এক অভিযুক্ত সমজাদ শেখকে কান্দি মহকুমা আদালতে পেশ করল বড়ঞা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে সামজাদ শেখ নামের ওই ব্যক্তি ভিন্ন একটি মামলায় জেল কাস্টডিতে ছিল ।
তবে পঞ্চায়েত সদস্য খুনের ঘটনায় সামাজাদ শেখের নাম আসতেই বড়ঞা থানার পুলিশ চোদ্দো দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পেশ করলে কান্দি মহকুমা আদালতের বিচারপতি আট দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন বলে কান্দি মহকুমা আদালতে সরকার পক্ষের আইনজীবী শুভ্র কুমার মিশ্র জানিয়েছেন।