ফের রাজ্যে আংশিক লকডাউন

ফের রাজ্যে চালু হল কড়া কোভিডবিধি (COVID-19)। সোমবার থেকেই একাধিক বিষয়ে বাড়়ছে কড়াকড়ি। সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ। লন্ডন থেকে কোনও বিমান নামবে না কলকাতা বিমানবন্দরে। বাড়ছে নাইট কারফিউয়ের সময়সীমা।রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে নির্দেশিকা জানালেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।

Restrictions Order_02012022

ওমিক্রন রুখতে কী কী বিধিনিষেধ জারি হল রাজ্যে, দেখে নিন একঝলকে –

১) ঝুঁকিপূর্ণ দেশ থেকে বিমান অবতরণ সাময়িকভাবে বন্ধ ।
২) মুম্বই, দিল্লি থেকে কলকাতায় বিমান নামবে সপ্তাহে ২ দিন – সোমবার ও শুক্রবার।
৩) ১০ শতাংশ আরটি-পিসিআর (RT-PCR) বাধ্যতামূলক ।
৪) ১০০ শতাংশ বিদেশফেরতের Rapid Antigen টেস্ট করাতে হবে।
৫) ‘দুয়ারে সরকার’ একমাস পিছিয়ে ১ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু ।
৬) স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ , ৫০ শতাংশ কর্মীরা আসতে পারেন ।


৭) সরকারি ও বেসরকারি অফিসে (কর্পোরেশন-সহ) ৫০ শতাংশ হাজিরা ।
৮) সোমবার থেকে বন্ধ সুইমিং পুল, পার্লার, জিম, স্পা, পার্ক, চিড়িয়াখানা ।
৯) শপিং মল, মার্কেট কমপ্লেক্সে ৫০ শতাংশ ক্রেতার প্রবেশের অনুমতি ।
১০) রেস্তরাঁ, বারে ৫০ শতাংশের প্রবেশ
সিনেমা হল, থিয়েটারে ৫০ শতাংশ দর্শকের প্রবেশ ।
১১) বাড়ল নাইট কারফিউয়ের সময়সীমা। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ জারি ।
১২ ) লোকাল ট্রেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত চলবে। তবে সন্ধে ৭টার পর লোকাল ট্রেন বন্ধ, মেট্রো চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে
মাস্ক না পরলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *