বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সুপ্রিম কোর্টের নির্দেশে পার্থ-অর্পিতা জামিন পাচ্ছেন ?

Published on: October 28, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

২০২২ সাল থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ।তাদের জামিনের আশা কিছুটা বাড়ল।সুপ্রিম কোর্ট যে নির্দেশ তাতে  জামিনে মুক্তির বিষয় নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে উত্তরোত্তর বিচারাধীন বন্দিদের সংখ্যা  বেড়ে চলেছে। গাদাগাদি-ঠাসাঠাসি করে দিন কাটাতে হচ্ছে জেলবন্দিদের। জামিনে মুক্ত করে জেল খালি করা যায় কি না সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে  কেন্দ্রকে।কী ভাবে করা যেতে পারে জামিনে মুক্তির ব্যবস্থা বিচারাধীন বন্দিদের কেন্দ্রকে দেখার নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের।

কেন্দ্র জানায় বিএনএসএস-র ৪৭৯ (১) ধারায় একটি নতুন নিয়ম যুক্ত হয়েছে বলা হয়েছে প্রথম বার অভিযুক্ত কোনও বিচারাধীন বন্দি যদি সর্বোচ্চ কারাবাসের সাজার এক তৃতীয়াংশ সময় জেলে থাকেন, সেক্ষেত্রে তার তার মুক্তি জন্য জামিনের আবেদন করতে পারেন জেল সুপার।আইনজীবীদের একাংশ মনে করছেন নিয়ম কার্যকর হলে সেই ছাতার তলায় পার্থ-অর্পিতাদেরও জামিনের সম্ভাবনা থাকছে।আদালত বিচার করবে জামিন মঞ্জুর হবে কি না।দুজনের বিরুদ্ধেই একাধিক অভিযোগ আইনজীবীদের আরেকটা অংশ নে করছে জামিন পাওয়া এত সহজ হবে না।

 

Join Telegram

Join Now