দুর্গাপুর,মাইথন,পাঞ্চেত জলধারা গুলি থেকে ছাড়া হলো বিপুল পরিমাণ জল। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় জল ছাড়তে শুরু করেছে ডিভিসির পাঞ্চেত ও মাইথন জলাধার, দুর্গাপুর ব্যারাজ।

সূত্রের খবর, এইদিন ডিভিসির পাঞ্চেত থেকে ৬০হাজার কেউসেক ও মাইথন ৪০হাজার কেউসেক জল ছাড়া হয়েছে।পাশাপাশি দুর্গাপুর ব্যারাজ থেকে ২লক্ষ২৪ হাজার কেউসেক জল ছাড়া যদি জলের পরিমাণ এই জলাধার গুলিতে বৃদ্ধি পায় তবে আগামী সময়ে জল ছাড়ার পরিমাণ আরো বাড়ানো হবে বলে সূত্রের খবর।
