বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বিজয় অনুষ্ঠানের আয়োজন
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বিজয় অনুষ্ঠানের আয়োজন করা হলো বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চ, গত 15 বছর ধরে এই উদ্যোগ নিয়ে আসছেন খোকন দাস, ধারাবাহিকভাবে এই বিজয় সম্মেলনে হয়ে আসছে, প্রায় দুই থেকে তিন হাজার মানুষের সমাগমে আজকে এই বিজয় সম্মেলনে অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অলোক মাঝি, ও এক ঝাঁক তৃণমূলের নেতৃত্বরা । আগামী ভোটে কিভাবে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে যায় সেই বিষয় নিয়ে বক্তব্য রাখলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বিজয় সম্মেলনের বিশেষ অতিথি কর্মীদের মুখ মিষ্টি করানো হয় এদিন ।