স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন
করোনা আবহ শিথিল হতেই ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রির্সাচ এর সহযোগীতায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল বর্ধমান লায়ন্স ক্লাব অব নব দিগন্ত। উদয় পল্লী শিক্ষা নিকেতন হাই স্কুলে,এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস, বেলকাশ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান মানিক নন্দী সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রির্সাচ এবং বর্ধমান লায়ন্স ক্লাব অব নব দিগন্তের কর্ম কর্তারা। মূলত এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি এলাকার মহিলাদের নিয়েই করা হয়।মেডিকেল সাইন্সের রিপোর্টে দেখা গেছে ১৮ থেকে ৪০ বছর মহিলাদের প্রোস্টেট ক্যানসারের সংখ্যা বেশী।
লায়ন্স ক্লাব অব নব দিগন্তের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিধায়ক খোকন দাস।পরবর্তী সময়ে রথতলা বা বৃদ্ধাশ্রমে এই ধরনের একটি অনুষ্ঠান বড়ো সরো করার আশ্বাস দেন খোকন দাস। এছাড়া তিনি বলেন অল্পতেই যদি রোগ ধরা পড়ে তা হলে তা অতি অল্প সময়ের মধ্যেই নিরাময় করা সম্ভব। তা ছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধের মানুষের কথা ভেবে স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করেছেন। এই কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ দেবে রাজ্য সরকার।
প্রধান শিক্ষিক ডঃ গোপাল ঘোষাল বলেন আই সি এম আই স্টাডি করে দেখেছেন এই এলাকায় ক্যান্সারের প্রবনতা রয়েছে। সেই কারনে স্কুলের ছাত্রী এবং ছাত্রীর অভিভাবিকাদের ও এলাকার ১৮ থেকে ৪০ বয়সী মহিলাদের নিয়ে একটি বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে অভূত পূর্ব সারা পাওয়া গেছে বলে জানান প্রধান শিক্ষিক।