এক অধ্যাপিকাকে খুনের অভিযোগে গ্রেফতার
এক অধ্যাপিকাকে খুনের অভিযোগে গ্রেফতার তারই গাড়ির চালক।বর্ধমান শহরের আনন্দপল্লীর বাসিন্দা পেশায় গাড়ির চালক সুরজিৎ দাসকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ
এক অধ্যাপিকাকে খুনের অভিযোগে গ্রেফতার তারই গাড়ির চালক।বর্ধমান শহরের আনন্দপল্লীর বাসিন্দা পেশায় গাড়ির চালক সুরজিৎ দাসকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ।অধ্যাপিকার অভিযোগ,সুরজিৎ তার গাড়ির চালক হলে দীর্ঘদিন তার গাড়ি চালানোয় তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গিয়েছিল।
বৃহস্পতিবার রাতে অধ্যাপিকাকে বাড়িতে জোর করে আটকে রেখে মারধর করে বলে জানান অধ্যাপিকা ।মাঝেমধ্যেই খুনের হুমকি দিত সুরজিৎ । শুক্রবার বাঁকুড়ারথেকে বাসে বাড়ি ফেরার পথে সুরজিৎ ফোনে খুনের হুমকি দেয় বলে অভিযোগ। এমনকি তাকে রাস্তা থেকে নামিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার হুমকি দেয় বলে মহিলার অভিযোগ।
এরপরই প্রাণভয়ে তিনি সোশাল মিডিয়ার মাধ্যমে সাহায্য চেয়ে পোষ্ট করেন।এরপরই পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে।
পরে মহিলা বর্ধমান মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।