বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আক্রান্ত এক সংবাদ কর্মী

Published on: July 12, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

মিমাংসা হয়ে যাওয়া পুরানো বিবাদের জেরে এক সংবাদ কর্মীকে বেধড়ক ভাবে মারধর করলো শাসক দলের কর্মীরা। ঘটনায় গুরুতর জখম রফিকুল ইসলাম। তাকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটায় চিকিৎসক তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে।

মঙ্গলবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের বাসষ্ট্যান্ডে। আক্রান্ত সংবাদ কর্মীর নাম রফিকুল ইসলাম সাহেব বয়স ৩০ বছর। তার বাড়ি দৌলতাবাদের ঘোষপাড়ায়। পুলিশ ওই ঘটনায় অভিযুক্তদের মধ্যে আসরাফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায় পুরাতন ঘটনার জেরে নাকি ওই ঘটনা। যদিও আক্রান্তা সংবাদকর্মী জানান “বছরখানেক আগে একটা ঝামেলা হয়েছিল। পরে তার মিমাংসাও হয়ে গিয়েছিল।

আজ বিকেলে একটা ঘরে বসেছিলাম। সেই সময় পরিকল্পিত ভাবে যুব তৃণমূলের কর্মী শরীফ শেখ ও তার কয়েকজন বন্ধু মিলে রড লাঠি নিয়ে আমার উপর চড়াও হয়। যার জেরে আমি ও আমার দুই বন্ধু গুরুতর জখম হয়েছি।” সংবাদ কর্মী আক্রান্তের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Join Telegram

Join Now