একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ
বৈকন্ঠপুর ২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চৈত্রপুর ফুটবল মাঠে।
উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী নিশীথ কুমার মালিক মহাশয়, বর্ধমান থানার আই.সি সুখময় চক্রবর্তী মহাশয় , শক্তিগড় থানার ও.সি সম্মানীয় কুনাল বিশ্বাস,
বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুণ গোলদার মহাশয়, গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান গোপাল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শক্তিপদ পাল সৌভিক পান, গ্রাম পঞ্চায়েতের সদস্য-সদস্যা সহ অন্যান্য অতিথি বৃন্দ।
বৈকুণ্ঠপুর ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১২ টি দলের খেলা হয় , ফাইনালে গোপালগর নজরুল সংঘ বনাম নান্দুর ঝাপানতলা। নান্দুর ঝাপানতলা আদিবাসী যুব সংঘ ট্রাইবেকারে ৫-৪ গোলে জয় লাভ করে।