দুর্গাপুজোর প্রাক্কালে দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে হাসি ফোটালেন বিধায়ক খোকন দাস
পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নব রূপকার শহরকে সৌন্দর্যনের কান্ডারী জাতি-ধর্ম রাজনীতির ঊর্ধে উঠে অসহায় মানুষদের অভিভাবক হলেন
পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নব রূপকার শহরকে সৌন্দর্যনের কান্ডারী জাতি-ধর্ম রাজনীতির ঊর্ধে উঠে অসহায় মানুষদের অভিভাবক হলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জননেতা খোকন দাস সোমবার তারই উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য বছরের ন্যায় এ বছরও সোমবার রথ তলা দূর্গা মন্ডপ নাট্যমঞ্চে
শারদীয়া উৎসবের প্রাক্কালে দুস্থ ও অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে শহরের বিভিন্ন ওয়ার্ডের প্রায় দশ হাজারেরও বেশি মানুষকে হাতে তুলে দিলেন নতুন বস্ত্র উল্লেখ্য ইতিমধ্যে ইউনিসেফ পশ্চিমবঙ্গের শারদীয়া দুর্গো উৎসব কে হেরিটেজ ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গাপূজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন তারই দেখানো পথে বিধায়ক খোকন দাস নানা উন্নয়নমূলক কর্মকান্ড করে চলেছেন এটি তার একটি অঙ্গ।
এদিন বহুদূরান্ত থেকে হাজার হাজার মানুষ সুশৃংখল ভাবে নতুন বস্ত্র বিধায়কের হাত থেকে গ্রহণ করে ও বিধায়ককে আশীর্বাদও জানান এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার উপ পৌর প্রতি মৌসুমী দাস পৌরপতি পরেশ চন্দ্র সরকার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব কাউন্সিলর শাহাবুদ্দিন খানসহ শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দরা