ফুটপাত দখল করে বসে থাকা ফল ও অন্যান্য দোকানপাট তুলে দিলো ট্রাফিক পুলিশ
মালদা :- শনিবার দুপুরে মালদার রথবাড়ি মোড়ে ফুটপাত দখল করে বসে থাকা ফল ও অন্যান্য দোকানপাট তুলে দিলো ট্রাফিক পুলিশ। ফুটপাত দখল করে দোকান চলার কারনে চলাচল করতে সমস্যায় পরতে হছে সাধারণ মানুষের।
এদিন দুপুরে জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শান্তি নাথ পাঁজা এবং জেলা ট্রাফিক ওসি বিটুল পালের নেতৃত্বে, ট্রাফিক পুলিশ ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালায়।
জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শান্তি নাথ পাঁজা বলেন, রথবাড়িতে ফুটপাত দখল করে বেশকিছু দোকানপাট অবৈধভাবে বসছে। সেই দোকানির সরে যেতে বলা হয়েছে। শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে।