NRC বিরোধী বিক্ষোভকে ঘিরে রীতিমতো উত্তপ্ত মুর্শিদাবাদ
সোনা গোস্বামী, মুর্শিদাবাদ:
NRC বিরোধী বিক্ষোভকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠলো মুর্শিদাবাদের জলঙ্গী থানার সাহেবরামপুর এলাকা। বুধবার সকালে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধে সামিল হলে বাধে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ।
শুরু হয় বোমাবাজি ও গোলাগুলি। বোমা ও গুলি লেগে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ২ জনের। ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছে বেশ কয়েক জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলঙ্গী হাসপাতাল ও ডোমকল মহকুমা হাসপাতালে। সেখানে আনারুল বিশ্বাস সহ আরও একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।
ঘটনাস্থলে পৌছায় জলঙ্গী থানার বিশাল পুলিশবাহিনী। পরে অবস্থার অবনতি হওয়ায় একাধিক জনকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মূলত তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে এই ঘটনা বলে জানা গিয়েছে।