পূর্ব বর্ধমান জেলা জুড়ে পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস
গোটা ভারত জুড়ে ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মবার্ষিকী পালিত হল তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা তে একইভাবে নানা অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস পালন করা হলো যেমন বর্ধমান শহরে 16 নম্বর ওয়ার্ড 21 নম্বর ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ড এবং ভারত স্কাউট অ্যান্ড গ্রুপের পক্ষ থেকে তার পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সুভাষ উৎসব অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুর কলেজে।
এই দিনটি বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন, নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর উদ্যোগে বর্ধমান দু’নম্বর ব্লক ছাত্র যুব উৎসব কমিটির উদ্যোগে হাট গোবিন্দপুর কলেজ প্রাঙ্গণে যথাযথ মর্যাদার সঙ্গে এদিনটি পরম শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।
এই বিশেষ দিনকে সামনে রেখে এদিন কলেজ প্রাঙ্গণে এক প্রীতি ফুটবল ম্যাচ ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 50 জন রক্তদাতার এই শিবিরে রক্ত দান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস, পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, বিডিও ম্যাডাম সুবর্ণা মজুমদার , বৈকুন্ঠপুর ১নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান ।