আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

NEET পরীক্ষার্থীদের জন্য ১২ সেপ্টেম্বর লকডাউন প্রত্যাহার করলেন রাজ্যসরকার

Published on: September 10, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

 

নিজস্ব সংবাদদাতা :আগামী ১৩ সেপ্টেম্বর রয়েছে সর্বভারতীয় NEET পরীক্ষা। তার আগে শুক্র ও শনিবার অর্থাৎ ১১ ও ১২ সেপ্টেম্বর দু’দিনের লকডাউন ছিল রাজ্যে। পরীক্ষার্থীদের অসুবিধার জন্য ১২ তারিখ শনিবারের লকডাউন প্রত্যাহারের দাবি উঠেছিল বিভিন্ন মহলে। এবার সেই দাবি মেনেই রাজ্য সরকার পূর্ব নির্ধারিত ১২ সেপ্টেম্বরের লকডাউন বাতিল করল। 

পূর্ব বর্ধমান জেলা তথ্য আধিকারিক এস এম এস করে জানিয়ে দেন। বৃহস্পতিবার টুইট করেও  এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। NEET পরীক্ষার্থীদের কথা ভেবেই ওই দিন লকডাউন হবে না বলে টুইটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, NEET পরীক্ষার আগে পরপর দুদিন লকডাউন হলে পরীক্ষার্থীরা বিপাকে পড়বেন বলেই মনে করছিলেন অভিভাবক থেকে শিক্ষাবিদরা। ফলে ওই দিন লকডাউন বাতিলের দাবি তুলেছিল রাজ্যের বিরোধী দলগুলিও। এবার পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখেই দুদিনের বদলে রাজ্যে একদিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর হবে সার্বিক লকডাউন।


Join Telegram

Join Now