বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ৪-১ ব্যবধানে জিততেই হবে
হোয়াইটওয়াশের পর 'বড় ঘোষণা' রোহিতের।
৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে।বেশ কয়েকটি রেকর্ডও তারা গড়েছে এই টেস্ট সিরিজে।হতাশ হয়ে পড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ নিয়েও আলোচনা করেন রোহিত শর্মা।প্রথম ম্যাচে নাও খেলতে পারেন রোহিত।অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে দুঃসংবাদ,পারথে প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন কি না তা নিশ্চিত নয়।
দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন অধিনায়ক রোহিত শর্মা। সেকারণেই প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না বলে আগে থেকেই জানিয়ে দিয়েছেন।শুভমান গিল রোহিতের অনুপস্থিতিতে ওপেন করতে পারে।মিডল অর্ডারে কেএল রাহুলকে দেখা যেতে পারে।অস্ট্রেলিয়ায় আয়োজন হচ্ছে বর্ডার-গাভাসকার ট্রফি। ২২ নভেম্বর প্রথম ম্যাচ পারথে। ৬ থেকে ১০ ডিসেম্বর খেলা হবে দ্বিতীয় ম্যাচ। ১৪ থেকে ১৮ ডিসেম্বর তৃতীয় ম্যাচ ।২৬ থেকে ৩০ ডিসেম্বর চতুর্থ টেস্ট ,অন্তিম টেস্ট ম্যাচ আগামী বছর ৩ থেকে ৭ জানুয়ারি ।৪-১ ব্যবধানে জিততেই হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে।