অমৃত মহোৎসবের মিছিলে উঠলো ছেড়া জাতীয় পতাকা
স্বাধীনতার ৭৫ তম বর্ষকে স্মরণীয় করে রাখতে বর্ধমানে অনুষ্ঠিত হলো ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’ পদযাত্রা।
স্বাধীনতার ৭৫ তম বর্ষকে স্মরণীয় করে রাখতে বর্ধমানে অনুষ্ঠিত হলো ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’ পদযাত্রা। শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বড়নিলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। এই পদযাত্রায় কেন্দ্রীয় সরকারের কর্মসূচি হাড়-ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির সংসদ এ এস আলুওয়ালিয়া। কেন্দ্রীয় সরকারের কর্মসূচিতে ঘিরে বিতরকের ঝর উঠেছে। হার ঘার তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে বাড়ি থেকে শুরু করে দোকানে লাগানোর জন্যেও পতাকা বিলি করছেন বিজেপি কর্মী সমর্থকরা। তবে অভিযোগ উঠেছে জাতীয় পতাকার অবমাননার।কিন্তু মিছিলে কর্মীদের হাতে থাকা জাতীয় পতাকার একটি অংশ ছেরা অবস্থায় দেখা যায় ,তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
৭৫ বছর পূর্তি পালনের জন্য আয়োজিত র্যালিতে ছেঁড়া পতাকা নিয়ে কিভাবে বের হলেন বিজেপি কর্মী সমর্থকরা তা নিয়ে প্রশ্ন উঠেছে এ বিষয়ে সাংসদ এসএস আলুওয়ালিয়া জানান ৭৫ বছর পূর্তি হিসেবে প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়েছে কেন্দ্র সরকার আয়োজনে অনিচ্ছাকৃত কারণে কোন ত্রুটি হয়ে থাকতে পারে এই ত্রুটি থাকা উচিত নয় বিষয়টি খতিয়ে দেখা হবে।অভিযোগ ছেড়া পতাকা নিয়ে মিছিলে ঘুরতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। যা সাংবাদিকদের চোখে পড়ে। তারপরই লুকিয়ে নেওয়া হয় ছেড়া জাতীয় পতাকা বলে অভিযোগ। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। শুধু রাজনৈতিক মহলই নয় সাধারণ মানুষ ও বিষয়টিকে খুব একটি ভালো চোখে দেখছে না। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতীয় পতাকার অবমাননা সত্যিই ভীষণ অপ্রত্যাশিত।
এপ্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, বিজেপি সবুজকে ছোট করতে গিয়ে ইচ্ছে করে জাতীয় পতাকার অবমাননা করেছেন কোথাও আবার দেখা গিয়েছে ছেঁড়া পতাকা নিয়ে মিছিল করেছে বিজেপি, সাংবাদিকরা দেখে ফেলায় লুকিয়ে ফেলা হয়েছে ছেড়া পতাকা। এইভাবে দেশপ্রেম জাগ্রত করা যায় না এই ঘটনার পর সারা দেশের মানুষ বিজেপিকে ধিক্কার জানাবে এবং তৃণমূলও এইরূপ কার্যকে ধিক্কার জানাই। অন্যদিকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন এটা একটি অনিচ্ছাকৃত ভুল। এরকম ভুল যেন তাদের না হয় সেই দিকে তারা বিশেষ নজর রাখবেন