নারিন ছাড়লেন আন্তর্জাতিক ক্রিকেট
মাত্র ১৬৫টি আন্তর্জাতিক উইকেট ।
সুনীল নারিন ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার-অলরাউন্ডার সরকারীভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ।ওয়েস্ট ইন্ডিজ চলতি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।৩৫ বছরের কেকেআর তারকা নারিন দেশের পাট চুকিয়ে ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটে খেলবেন জাঁকিয়ে।
৬টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৫১টি টি টোয়েন্টি ম্য়াচ খেলেছেন নারিন। যত না খেলেছেন,চুক্তি বিতর্কে ক্যারিবিয়ান বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি বেশীরভাগ সময়ই ।আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু তাঁর রেকর্ড তেমন ভাল নয়।মাত্র ১৬৫টি আন্তর্জাতিক উইকেট । ২০১৯ সালের অগাস্টে প্রভিডেন্সে ভারতের বিরুদ্ধে টি-২০ ম্যাচে শেষবার খেলতে দেখা যায় দেশের হয়ে । শেষ ম্যাচে ২ রানে আউট হয়েছিলেন কোনও উইকেট পাননি।