নাগরিক মঞ্চের প্রতিবাদ মিছিল
বাংলাদেশে মা দূর্গা,মন্দির ও হিন্দুদের বিরুদ্ধে আক্রমণের প্রতিবাদে,সচেতন নাগরিক মঞ্চের আহ্বানে মঙ্গলবার প্রতিবাদ মিছিল সংঘটিত হয়।এইদিন প্রতিবাদ মিছিল শুরু হয় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পি.কে. কলেজের মাঠের নিকট থেকে,কাঁথি ক্যানেল পাড়,ক্যালট্যাক্স মোড় ও চৌরঙ্গী হয়ে মিছিল শেষ হয় পোস্ট অফিস মোড়ে,পোস্ট অফিসের সন্নিকটে।
মিছিলের সমাপ্তি স্থলে প্রতিবাদ মঞ্চে উপস্থিত সমাজসেবী ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন,এবং বাংলাদেশে মা দূর্গা,মন্দির ও হিন্দুদের উপর বর্বর আক্রমণের চূড়ান্ত নিন্দা করেন সমাজসেবীরা এবং এই জেহাদী বর্বর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে সমস্ত হিন্দুজাতিকে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান জানান। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কাঁথি ইস্কন মঠের সদস্য বিষ্ণুপদ গিরি,দীঘা জোন ইস্কনের ব্রহ্মচারী অনাদীকৃষ্ণ দাস,কাঁথি বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি ড.অজয় কুমার মাইতি
বিশিষ্ট সমাজসেবী প্রকাশরঞ্জন মন্ডল,অনুপ চক্রবর্তী,অসীম মিশ্র,তাপস দোলাই,সুদাম পন্ডিত,সৌমেন্দু অধিকারী,খেজুরী বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক,নবীন প্রধান,রমাকান্ত প্রধান,স্বদেশরঞ্জন নায়ক,মাণিক দাস,মুনমুন দাস,ধীরেন্দ্রনাথ পাত্র প্রমুখ। পাশাপাশি এই প্রতিবাদী মিছিলে প্রায় কয়েক হাজার মানুষ পা মিলিয়েছেন।