‘দিদির দূত’ কর্মসূচিতে হাজির হন সাংসদ মালা রায়

রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন তাই পশ্চিমবাংলার বিভিন্ন দিকে দিকে জনসংযোগের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ

রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন তাই পশ্চিমবাংলার বিভিন্ন দিকে দিকে জনসংযোগের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ‘দিদির দূত’কর্মসূচির আয়োজন করা হয়।  দেখা গেছে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তরে গিয়ে দিদির দূতের কোথাও মানুষের আশীর্বাদ পাচ্ছে তো কোথাও  বিভিন্ন বিক্ষোভের সম্মুখীন হচ্ছে। এদিন বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকে ‘দিদির দূত’ কর্মসূচিতে হাজির হন সাংসদ মালা রায়

 

এদিন তিনি বিভিন্ন গ্রামে যাবার পাশাপাশি বিভিন্ন স্কুলও পরিদর্শন করেন। সেরকমই গঙ্গাজলঘাটি দক্ষিণ চক্রের জেলাডিহি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান তৃণমূল সাংসদ মালা রায়,সেই স্কুলের প্রধান শিক্ষক যখন ডি.এ’র ব্যাপারে সাংসদের কাছে জানতে চান তখন সদুত্তরের পরিবর্তে মিললো দোষারোপ মিড ডে মিল থেকে শুরু করে বাচ্চাদের জুতো বিতরণ সবকিছু নিয়েই তাকে দুষতে দেখা গেল

 

,শুধু তাই নয় আঙ্গুল উঠিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে দেখা গেল গঙ্গাজলঘাটি ১নং ব্লকের সভাপতি নিমাই মাঝিকেও। যেখানে ডি এ সরকারি কর্মচারীদের কাছে  বর্তমানে একটি মারাত্মক ইস্যু, সেই ইস্যু নিয়ে নিয়ে প্রশ্ন করাতেই কি এই বিপত্তি?  শুধু তাই নয় আঙ্গুল উঁচিয়ে উঁচু গলায় প্রধান শিক্ষককে ব্লক সভাপতির ধমক দিলো সেই ছবিও দেখা গেলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *