বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

অভিনব কায়দায় মটোর বাইক চুরি

Published on: May 26, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

অভিনব কায়দায় মটোর বাইক চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো শহর বর্ধমানের বাজেপ্রতাপপুরে। দেখা যায় বৃহস্পতিবার বাজেপ্রতাপপুর ইউকো ব‍্যাঙ্কের উল্টোদিকের গলিতে ডাক্তারের লোগো লাগানো দুটি মটোর সাইকেলের ইঞ্জিন সহ বিভিন্ন যন্ত্রাংশ খুলছে দুজন যুবক। প্রথমে ঐ গলি দিয়ে যাওয়া আসা করা লোকজন ভাবে হয়তো বাইক দুটো এলাকারই কারো।

কিন্তু সময় যতো গড়াতে থাকে লোক জনের সন্ধেও ততো বাড়তে থাকে। কেউ কেউ খবর নিয়ে দেখে বাইক দুটো তাদের পড়ার কারো কিনা। জানা যায় বাইক দুটো ঐ পাড়ার কারো নয়। এর পর বাইকের যন্ত্রাংশ খোলা ঐ দুই যুবককে লোকজন জড়ো হয়ে জিঙ্গাসা করে কার বাইক, তারা কেনইবা বাইকের যন্ত্রাংশ খুলছে? তাদের বাড়ি কোথায় ইত‍্যাদি।

কিন্ত ঐ দুই যুবকের কথা বাত্রা এবং আচরনে অসংতি লক্ষ করে এলাকা বাসি তারের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এলাকা বাসিরা মনে করছেন বাইক দুটো অন‍্য কোথাও থেকে চুরি করে এনে গলির ভিতরে ইঞ্জিন সহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে পাচার করার উদ্দেশ্য ছিল ওদের।

Join Telegram

Join Now