চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ

চাকরি দেওয়ার নাম করে দু লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের কর্মরত ভক্ত মণ্ডল নামে এক ব্যক্তি

চাকরি দেওয়ার নাম করে দু লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের কর্মরত ভক্ত মণ্ডল নামে এক ব্যক্তি।
আজ বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন ৭০ বছরের প্রতারিত সুব্রত কুমার সরকার,পেশায় কৃষক।উলেখ্য সুব্রত বাবুর দেশের বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানা অন্তর্গত মাসিলা গ্রামের বাড়ি,বর্তমানে উত্তর বিধানসভার রায়ান পঞ্চায়েতের নারী বেল বাগান বসবাস করছেন।

গ্রামের বাড়ির প্রতিবেশী সুবাদে ভক্ত মণ্ডল সুব্রত বাবুকে বলেন দু লক্ষ দিলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চাকরি করে দেবেন।সুব্রত বাবু চাকরির আশায় চার কাঠা জমি বিক্রি করে দু লক্ষ টাকা দেন।কিন্ত কয়েক মাস পেরিয়ে যাবার পর কোনো খবর না পেয়ে তাঁর কাছে গেলে ৫০০০০ পঞ্চাশ হাজার টাকার চেক দিয়ে ভক্ত মণ্ডল বলেন ধীরে ধীরে টাকা দিয়ে শোধ করে দেব,বৃদ্ধ সেমত অবস্থায় ব্যাঙ্কে গিয়ে দেখেন তাঁর একাউন্টে কোনো টাকা নেই।

প্রতারিত সুব্রত সরকার আবারো তাঁর কাছে যান। কিন্ত তাকে কু কথা বলে বিতারিত করেন,এছাড়া হুমকি দেন যে কি প্রমাণ আছে আমি আপনার কাছে টাকা নিয়েছি। এমত অবস্থায় বৃদ্ধ সুব্রত কুমার সরকার বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। তিনি চান তাঁর টাকা ফেরৎ পেলে তিনি খুবই উপকৃত হবেন। এখন দেখার বর্ধমান পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করবে সেদিকে তাকিয়ে বৃদ্ধ কৃষক সুব্রত বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *