বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

তিন বছরে মডার্ন মেডিসিন আর পনেরো দিনে নার্সিং শেখা যায় নাকি’?বিস্ফোরক ডাঃ মানস গুমটা

Published on: May 12, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

সরকারি হাসপাতাল জেলাস্তরের সরকারি হাসপাতালগুলিতে রোগী ও চিকিত্‍সকের অনুপাত নিয়ে বার বার আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিত্‍সকের অভাব মেটাতে নতুন টোটকা।বৃহস্পতিবার নবান্নতে সাংবাদিক বৈঠক থেকে ডাক্তারদের ডিপ্লোমা কোর্সের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।ইঞ্জিনিয়ারিংয়ের যেমন ডিপ্লোমা কোর্স হয়,তেমন ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স চালু করার ভাবনা মমতার।মমতার বলেন অনেক হাসপাতাল যেখানে ডাক্তার নেই, নার্স নেই।ইঞ্জিনিয়ারদের মতো ডাক্তারদের একটা ডিপ্লোমা কোর্স চালু করা যায় কি না দেখো।

চিকিত্‍সক সংগঠনের নেতা মানস গুমটা এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করলেন।এই ভাবনাকে ‘মানুষের সঙ্গে প্রতারণা’ বলে আখ্যা দিয়েছেন তিনি।মানস গুমটা প্রশ্ন করলেন যার মাথায় এই ভাবনা তিনি সেই ডাক্তারের কাছে অসুস্থ হলে যাবেন তো? তিনি বললেন মানুষের সঙ্গে প্রতারণা। মানুষের স্বাস্থ্য নিয়ে, জীবন নিয়ে খেলা। রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। সেদিক থেকে মানুষের নজর ঘোরাতে ফন্দি ফিকির বলেই মনে হচ্ছে’।তিন বছরে মডার্ন মেডিসিন আর পনেরো দিনে নার্সিং শেখা যায় নাকি’?

Join Telegram

Join Now