জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে বিধায়ক
বর্ধমান ১৪ নম্বর ওয়ার্ডে আমরা কজন সংঘের পরিচালনায় কমলা দীঘি পার এলাকায় জগদ্ধাত্রী পূজার শুভ উদ্বোধন হলো।
পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বেশ কয়েকটি জায়গায় জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন হলো আজ। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।
বর্ধমান ১৪ নম্বর ওয়ার্ডে আমরা কজন সংঘের পরিচালনায় কমলা দীঘি পার এলাকায় জগদ্ধাত্রী পূজার শুভ উদ্বোধন হলো। উদ্বোধনে রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ওই ওয়ার্ডের কাউন্সিলর সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান ।
দুর্গাপূজা কালীপুজোর পর বর্ধমান শহরেও জগদ্ধাত্রী পুজোর প্রচলন বাড়ছে। এখনো পর্যন্ত বর্ধমান শহরে আট টি পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং যার সবকটি উদ্বোধন করেছেন বিধায়ক। আগামী দিনে আরো পুজোর সংখ্যা বাড়বে বলে তিনি আশা বাদী।