পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী সৌমেন মহাপাত্র

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার ইরিগেশানের সংলগ্ন লকগেটের কাছে নদীর জলস্রোত পরিদর্শনে আসেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। বন্যা পরিস্থিতি দেখতে রাতেই কংসাবতী নদীর লকগেট পরিদর্শনে আসেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।তিনি পরদর্শনে এসে বলেন কংসাবতী নদীর জলোচ্ছ্বাস ভয়ঙ্কর ভাবে ছাড়িয়ে গিয়েছে। যে কোনো মূহুর্তে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
তবে রাজ্য সরকারি পরিষেবা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত, কাউকে সমস্যার সম্মুখীন হতে হবে না, পাশাপাশি তিনি আরো বলেন যেসব এলাকা বিপদজনক অবস্থায় রয়েছে সেইসব এলাকা থেকে মানুষজন কেশরী নিয়ে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, অন্যদিকে দুই মেদিনীপুরের জেলাশাসক ইতিমধ্যেই তত্পর রয়েছে, পাশাপাশি পর্যাপ্ত ত্রিপল রয়েছে। পাঁশকুড়ার পাশাপাশি ডেবরা পিংলা সবং পটাশপুর এলাকাও পরিদর্শন করেন তিনি। বৃহস্পতিবার রাতে পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, সঙ্গে ছিলেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ কুমার মিশ্র।