শ্রী চৈতন্য অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম
শনিবার বিকেলে শান্তিপুরের শ্রী চৈতন্য অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আসেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
শনিবার বিকেলে শান্তিপুরের শ্রী চৈতন্য অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আসেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। একই মঞ্চে উপস্থিত ছিলেন, শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মির। এছাড়াও ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক। ক্রীড়া জগতের বিশিষ্ট খেলোয়াড় স্বপন ব্যানার্জি, নদীয়া দক্ষিণের তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলী সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব।
উল্লেখ্য শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান প্রয়াত অজয়দের উদ্যোগে তৈরি হয় শান্তিপুর পৌর স্টেডিয়াম। যা আধুনিকতার ছোঁয়ায় তৈরি হয়। করা হয় উন্নত মানের গ্যালারি, এছাড়াও স্টেডিয়ামের ভেতরে ভরপুর করে তোলা হয় সৌন্দর্যায়নে। এদিন স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্ত্রী ফিরহাদ হাকিম শান্তিপুর বাসির উদ্দেশ্যে বলেন, শুধু স্টেডিয়াম নয় আগামী দিনে শান্তিপুরের খেলা প্রেমী মানুষের জন্য আরও এক ঝাঁক প্রকল্প করা হবে
যা আগামী তিন মাসের মধ্যে বাস্তবায়িত হবে। শান্তিপুর আমার কাছে খুবই প্রিয়, শান্তিপুর একটি সাংস্কৃতিক ও বহু প্রাচীন শহর, এই শান্তিপুরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুরকে হেরিটেজ শহর বলে ঘোষণা করা হবে বলে ঘোষণা করেছেন। যদিও উদ্বোধনী অনুষ্ঠানের শেষে শান্তিপুরের খেলা প্রেমী মানুষ ও খেলোয়াড়দের মনে অনুপ্রেরণা যোগাতে মাঠে ফুটবল খেললেন মন্ত্রী ফিরহাদ হাকিম।