বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আসন্ন পৌর নির্বাচনের প্রাক্কালে বর্ধমানে প্রস্তুতি সভায় মন্ত্রী অরুপ বিশ্বাস

Published on: February 19, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমান :- আসন্ন পৌর নির্বাচনের প্রাক্কালে প্রস্তুতি সভায় উপস্থিত হলেন পূর্ব বর্ধমান জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস,৩৫-০ করার নিদান দিয়ে যান তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের । মূলত এদিন আসন্ন পৌরসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্ব্বাদ ধন্য ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর স্নেহধন্য ৩৫ টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নিয়ে নির্বাচন প্রস্তুতি আলোচনা সভার আয়োজন করা হয় শহর বর্ধমানের সংস্কৃতি লোক মঞ্চে।

কার্যতঃ আজকের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী অরুপ বিশ্বাস,মন্ত্রী স্বপন দেবনাথ,জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহকারী সভাধিপতি দেবু টুডু,বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস,পূর্ব বর্ধমান জেলার অন্যান্য বিধায়ক সহ একঝাঁক নেতৃবৃন্দ। বর্ধমান শহর ৩৫ টি ওয়ার্ডের প্রার্থী ও কর্মীদের উদ্যেশে বিধায়ক খোকন দাস বলেন,সি,পি,এম,বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, কার্যতঃ আমাদের সংকল্প ৩৫-০ করে আবারো পৌরসভার বোর্ড গঠন হবে।

পাশাপাশি পর্যবেক্ষক ও রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস সিপিএম ও বিজেপিকে একহাত নেন, এছাড়া ২০১১ সালের পরিবর্তন এর পর থেকে বর্তমান পর্যন্ত বিশেষ আলোকপাত করেন পৌর নির্বাচন নিয়ে ।

Join Telegram

Join Now