তুলো গোডাউনে ভয়াবহ আগুনে ভস্মীভূত লক্ষাধিক টাকার সামগ্রী
পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদীঘি থানা অন্তর্গত একটি তুলো গোডাউনে ভয়াবহ আগুনে ভস্মীভূত লক্ষাধিক টাকার সামগ্রী। ঘটনাটি ঘটেছে দেওয়ানদীঘি থানার অন্তর্গত জিয়ারা ও কাশিয়ারা গ্রামের মধ্যস্থলে। ভয়াবহ আগুনের আকার হওয়ায় চারটি দমকলের ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে,মোতায়েন করা হয়েছে পুলিশ।
মুলত তুলোর গোডাউনে আগুনের শিখা যাতে খর ও পালুইয়ে গিয়ে না লাগে সেদিকে নজর রেখেছে পুলিশ প্রশাসন ও গ্রামবাসীরা।
ভয়াবহ এইরকম আগুনের রূপ দেখে আশপাশে থাকা প্রতিবেশী গৃহস্থালীরা বাড়ি ছেড়ে দূরে আশ্রয় নিয়েছে।
কার্যতঃ চারটি ইঞ্জিন পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে অনেক এমনটাই দমকল কর্মী সূত্রে জানা যাচ্ছে।
লক্ষাধিক টাকার তুলোর গোডাউনে থাকা তুলোর তৈরি সমস্ত জিনিস ভস্মীভূত হয়েছে। গোডাউনের মালিক রামপাল সাউ জানিয়েছেন সম্ভবত ইলেক্ট্রিক সকসার্কিটের ফলেই এই দুর্ঘটনা।