বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বাজার কমিটি গুলিকে নিয়ে বৈঠক
বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমান পৌরসভার পান্থশালায় একটি বৈঠক হয়, বর্ধমান পৌরসভার অন্তর্গত শহরের মধ্যে যেসব বাজার কমিটি গুলো আছে তাদের নিয়ে।এই বৈঠকে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান থানার পুলিশ, এসডিও অফিসের প্রতিনিধি,পূর্ব বর্ধমান পৌরসভার প্রশাসক মমতাজ সংঘমিতা, সহ প্রশাসক আইনুল হক,সহ আলপনা হালদার,পৌরসভার সিটি মেশন ম্যানেজার তাপস মাকড় সহ অন্যান্যরা।
এদিনের এই আলোচনা সভায় বাজার কমিটিগুলির ক্ষোভ উঠে আসে। এই বিষয়ে তাপস বাবু বলেন, এই করোনা পরিস্থিতিতে কিভাবে বাজারগুলো খুলে রাখা যায় এবং মানুষকে কিভাবে সচেতন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাজার কমিটিগুলোর কি অসুবিধা রয়েছে পৌরসভার দিক দিয়ে তাদেরকে সহযোগিতা করা যাবে কিভাবে, যৌথভাবে এই থার্ড ওয়েভ টা কিভাবে মোকাবিলা করা যাবে মূলত এই সকল বিষয় নিয়েই আজকের আলোচনা হয়েছে।