গণ সম্বর্ধনা ও আলোচনা সভা
পূর্ব বর্ধমানের ২ নম্বর ব্লকের বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক তথা বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি নিশীথ কুমার মালিক আবারও বিধায়ক হওয়ার জন্য এক গণসংবর্ধনার আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক নিশীথ কুমার মালিক ও প্রাক্তন প্রধান গৌরাঙ্গ লাল বসু।
পাশাপাশি এদিন বড়শুল কিশোর সংঘের মঞ্চে বড়শুল ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৫০টি ক্লাব সংগঠন, এন.জি.ও সংস্থা ও দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে বিধায়ক নিশীথ কুমার মালিক-কে বিভিন্ন ক্লাব, সংস্থার কর্মীরা পুষ্পস্তবক, উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান।
এদিন অনেক মহিলা পরিচালিত ক্লাবের মহিলারা উপস্থিত ছিলেন। পাশাপাশি এদিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত সকল ক্লাব সংস্থার কর্মীরা তারা তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন এমনকি শেষে বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে তাদের সেই অসুবিধা গুলি যাতে না থাকে সে বিষয়ে দেখবেন বলে আশ্বাস দেন। এমনকি বড়শুল কিশোর সংঘের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি এবং বেশ কয়েকটা নতুন ক্লাবকে তাদের রেজিস্ট্রেশন তুলে দেওয়া হয় এদিনের মঞ্চ থেকে।
এদিন বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ জানান, এদিন কোভিডের বাড়বাড়ন্ত জন্য বিভিন্ন ক্লাব সংগঠন বিভিন্ন সেবামূলক এমনকি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল পাশাপাশি বিধায়ক সাহেবও বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিল তাই আমাদের এত দিন পরে আমরা সব ক্লাব সংগঠন একত্রিত হয়ে এই সংবর্ধনা জানালাম। পাশাপাশি তিনি আরও জানান আমরা বেশ কয়েকটা ক্লাব নিয়ে এক নতুন সংগঠন তৈরি করতে চলেছে যার নাম দেওয়া হয়েছে “বড়শুল অল ক্লাব অ্যাসোসিয়েশন” এবং এই নতুন সংগঠনের সভাপতির রাখা হয়েছে বিধায়ক নিশীথ কুমার মালিক-কে।