বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কামতা পুর ভাষার সমস্যা সমাধানের জন্য গণ কনভেনশন

Published on: February 12, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

ধুপগুড়ির নেতাজি পাড়ায় বীরেন্দ্র ভবনে কামতাপুর আলাদা রাজ্য এবং কামতা পুর ভাষার সমস্যা সমাধানের জন্য গণ কনভেনশন রবিবার বেলা বারোটা থেকে শুরু হয় এই গণ কনভেনশন   আসাম এবং বেঙ্গল থেকে সমস্ত সামাজিক সংগঠন ও রাজনৈতিক সমস্ত সংগঠন কে নিয়ে আজকের এই গণ কনভেনশন এই গণ কনভেনশনের মূলত উদ্দেশ্য হল কেন্দ্রের সাথে জীবন সিংহ যে শান্তি আলোচনায় গিয়েছে তা প্রকাশ্যে আনা হোক। জীবন সিংহ কোথায় আছে কোন পরিস্থিতিতে আছে তা প্রকাশ্যে আনা হোক এবং কেন্দ্র সরকার  যত তাড়াতাড়ি হয় আমাদের দাবি

 

 

কেন্দ্র পূরণ করুক এবং জীবন সিংহ কে প্রকাশ্যে নিয়ে আসুক এদিনে এই গণ কনভেনশনে উপস্থিত ছিলেন  ৩২ টি সংগঠন এর মধ্যে রাজবংশী যুব মঞ্চ বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ কমতাপুর ডেমোক্রেটিভ পার্টি সহ এক্স কে এলো ও নারী মঞ্চ সমন্বয় সমিতি., আকসু এইসব সংগঠন উপস্থিত ছিলেন সভাশেষে সরাসরি কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিলেন এক্স কেএল ও লিং ম্যান নারী মঞ্চ সমন্বয় সমিতির সভাপতি জোৎস্না  রায় তিনি জানান যে কেন্দ্র সরকার যদি কেএলও চিপ জীবনসিংহের সাথে প্রতারণা করে

 

বা ছিনি বিনি খেলে তাহলে উত্তরবঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলবে, প্রয়োজন হলে প্রাক্তন এবং বর্তমান যত কে এল ও সদস্য আছে তাদের হাতে বন্দুক দিয়ে জাতির সাথে লড়াই করব আর সেদিন কেন্দ্র সরকারকে দেখাবো যে শুধু একটা জীবনসঙ্গ না হাজার হাজার জীবনসিংহ তৈরি হবে। যদি কোন কারনে জীবন সিংহের সাথে প্রতারণা বা কোন অন্য প্রতারণার রাস্তা নেই তাহলে আমরা উত্তরবঙ্গের সকল কামতাপুরিবাসি সবাই আমরা বন্দুক ধরবো এবং কে এল ও আন্দোলন জোরদার করব এটাই আমার প্রতিজ্ঞা। এরপর সন্ধ্যা ছয়টায় সবকটি সংগঠন প্রেসমিটের মাধ্যমে কি জানিয়েছেন

Join Telegram

Join Now