মমতার বিশেষ পরামর্শ বিজেপি নেতাদের

মমতার পোস্ট যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ,কোনও সন্দেহ নেই।

নামের আগে ‘প্রাক্তন’ লেখার অভ্যাস করতে বললেন  মমতা বন্দ্যোপাধ্যায়।বঙ্গসফরে নরেন্দ্র মোদি শেষ দফার ভোটের আগে।X হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে লেখেন, “বাংলা গঠনমূলক পদক্ষেপে বিশ্বাসী। যে নেতা স্ক্রুটিনিতে ভীত এবং টেলিপ্রম্পটারে বিশ্বাসী, তাঁকে বাংলার মানুষ বিশ্বাস করে না। এটা পরিষ্কার যে বিজেপি নেতাদের নামে আগে প্রাক্তন লেখা অভ্যাস করার সময় এসে গিয়েছে। বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা।”

 

আর বাকি মাত্র এক দফা,৬ দফার ভোট হয়ে গিয়েছে।শেষ দফায় ৯টি লোকসভা আসনে ভোটাভুটি।শেষ দফার ভোটপ্রচারে বঙ্গসফরে নরেন্দ্র মোদি।মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মেটিয়াবুরুজে একসঙ্গে জনসভা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *