তেলে নয় বরং জল দিয়ে জ্বলবে ‘ম্যাজিক প্রদীপ’

এবছরের বিশেষ আকর্ষণ এই আশ্চর্য প্রদীপ।বিদ্যুত্‍ ও তেল ছাড়া জলে জ্বলবে এই প্রদীপ।

আর মাত্র কয়েকটা দিন আলোর উত্‍সব দীপাবলি উত্‍সবে মেতে উঠবে সমগ্র দেশবাসী।গ্রাম থেকে শহর সর্বত্র ঘরে ঘরে জ্বলবে প্রদীপ ও টুনি লাইট।তেলের দাম উত্‍সবের মরশুমে উর্ধ্বমুখী।প্রদীপ, তেল ও টুনি লাইটের দাম বেড়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে।আমজনতার পকেটে টান পড়েছে।এবছর তাই তেলের খরচ বাঁচাতে বাজারে এসেছে ‘ম্যাজিক প্রদীপ’।তেলে নয় বরং জল দিয়ে জ্বলবে প্রদীপ এবছর দীপাবলিতে ।আশ্চর্য মনে হলেও এটাই বাস্তব।

Happy Diwali – Colorful clay diya lamps lit during diwali celebration

এবছরের বিশেষ আকর্ষণ এই আশ্চর্য প্রদীপ।বিদ্যুত্‍ ও তেল ছাড়া জলে জ্বলবে এই প্রদীপ।অন্যান্য জায়গার মতোই বৈদ্যুতিক সামগ্রীর দোকানে মিলছে এই ম্যাজিক প্রদীপ।যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে ম্যাজিক প্রদীপের।এই প্রদীপের ব্যবহার যথেষ্ট লাভজনক। তেল খরচ নেই,জল ঢেলে বহুদিন পর্যন্ত জ্বালানো যাবে।মাত্র ৪০-৫০টাকায় মিলছে এই ম্যাজিক প্রদীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *