বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সোনাগাছিতে আত্মপ্রকাশ ইউটিউবার হিসাবে মদন মিত্রের/Madan Mitra debuts as YouTuber in Sonagachi

Published on: August 23, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

মদন মিত্রের আত্মপ্রকাশ হল সোনাগাছির মাটিতেই ইউটিউবার হিসাবে।তাঁর জনপ্রিয়তা ফেসবুকে নজর কারা ।দুর্গাপুজোর হেরিটেজ সম্মান সেলিব্রেশন হলো সোনাগাছিতে। আর সেখানেই উদ্বোধন হলো মদন মিত্রের ইউটিউব চ্যানেলের।

এখানে দূর্গা পুজোর খুঁটি পুজোতে এসেছিলেন মদন মিত্র ,আজ এলেন এবং সেলিব্রেশন এ মাতলেন।এখানে এসে তিনি পুরোনো দিনের কথা তুলে ধরলেন। সোনাগাছির পুরোনো দিনে কি অবস্থা ছিল সেটা মনে করিয়ে দিলেন তিনি। এই এলাকা থেকে তিনি একবার ভোট লড়েছিলেন সে কথাও এদিন তুলে ধরেন। ছিনতাই কমেছে।অনেক ভালো অবস্থায় রয়েছে সোনাগাছি বলেন মদন মিত্র ।

এদিন মদন মিত্র বলেন এমন পুজো করতে হবে সোনাগাছিতে যেন এখানকার পুজো দেখতে মানুষ ভিড় করে। তিনি বলেন বড় পুজো যেন হয় তার দায়িত্ব দিলেন সেখানকার কাউন্সিলরকে। তিনি বলেন এখানে পুজোয় অঞ্জলি দিতে আসবেন তিনি। খুব মজা করবেন পুজোয় এখানে। এলাকার মানুষদের মধ্যে বর্ষার জন্য ছাতা বিতরণ করা হয়।

বড়তলা থানার ওসি বক্ত্যবে বলেন আমরা সব সময় আপনাদের পশে আছি। যেকোনো ছোট বারো সমস্যা হলে আমাদের ফোন করবেন সঙ্গে সঙ্গে চলে আসবো। তিনি আরো বলেন সবাই একসঙ্গে হাতে হাত রেখে কাজ করলে কারও ক্ষমতা নেই কিছু করার। তবেই এটা পুরোপুরি বন্ধ হবে। তার পাশে আমরা তো আছি, প্রশাসন আছে।তিনি দূর্গা পুজো নিয়ে বলেন আমি আগে কখনো দেখিনি তবে এবারে সব দায়িত্ব আমার,কেও পুজোয় কোন বাধা সৃষ্টি করতে পারবে না। তিনি আরো বলেন এবারে থিম করুন ” মা “,আমি সঙ্গে আছি।

 

Join Telegram

Join Now