ফের ফিরি দেখা সেই পদ
জেলার যুব সভাপতি পদে দায়িত্ব পেলো রাসবিহারী হালদার
বুধবার বিকালে রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলে ব্যাপক রদবদল করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল জেলা যুব সভাপতি পদটি। আগে এই পদে ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝী। অলোক মাঝীর আগে জেলা সভাপতি ছিলেন রাসবিহারী। মাসখানেক তা কে সরিয়ে দেওয়া হয়েছিল।
জেলার যুব তৃণমূল সমর্থকদের মধ্যে রাসবিহারী হালদারের জনপ্রিয়তা থাকায়, তার উপরই আস্থা রেখে রাজ্য তৃণমূল নেতৃত্ব ফের পূর্ব বর্ধমান জেলা সভাপতি পদে দায়িত্ব দেওয়া হল রাসবিহারীকে। এদিন , তাকে জেলা যুব সভাপতি করায় রাজ্যে নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন রাসবিহারী বাবু।
এদিকে এই খবর চাউল হতেই বিভিন্ন জায়গা থেকে তৃনমূল কংগ্রেসের নেতৃত্বরা এসে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেন।এদিন পদে ফের দায়িত্ব পেয়ে তিনি আরো বলেন, দল তাকে যোগ্য মনে করেছে বলেই ফের এই পদে বসিয়েছে। দল যে নির্দেশ দেবে তা মেনে চলবো