জীবনটা জেলেই কাটাতে হবে – কোচবিহারের সভা থেকে মোদি

'বাংলায় দুর্নীতি-তোলাবাজি-খুনের রাজনীতি চলছে  বলেন মোদিজি।

লোকসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুকেই অন্যতম হাতিয়ার করেছে বিজেপি। মোদিও কোচবিহারের সভা থেকে দুর্নীতি নিয়ে বিঁধলেন রাজ্যের তৃণমূল সরকারকে।কোচবিহারের সভা থেকে তাঁর তোপ, ‘বাংলায় তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়।মোদির আক্রমণ, ‘বাংলায় দুর্নীতি-তোলাবাজি-খুনের রাজনীতি চলছে। আমরা বলি দুর্নীতি হঠাও, ওরা বলে দুর্নীতিবাজদের বাঁচাও।মকিতে ভয় পাই না, দুর্নীতিবাজদের সাজা হবেই। আগামী ৫ বছরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় পদক্ষেপ।’

তৃণমূলকে  এই ভোটে কড়া জবাব দেওয়ার বার্তা মোদির।তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তোপ দেগেছেন –  ‘সুপ্রিম কোর্ট ইলেক্টোরাল বন্ড বাতিল করে বলেছেন এটা দুর্নীতির আখড়া। দেশের অর্থমন্ত্রীর স্বামী বলেছেন যে এই ইলেক্টোরাল বন্ড সবচেয়ে বড় দুর্নীতি। তা নিয়ে কিছু বলেছেন? মোদির আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাঙ্কলুঠ, ঋণ নিয়ে পালিয়ে যাওয়া।’

সন্দেশখালি প্রসঙ্গ তুলেও তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন মোদি।তিনি বলেন, ‘সারা দেশ দেখেছে কীভাবে তৃণমূল সরকার সন্দেশখালির অপরাধীদের বাঁচানোর জন্য চেষ্টা করেছে। সন্দেশখালির দোষীদের জীবনটা জেলেই কাটাতে হবে  বলেন মোদিজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *