জমির মালিকদের অন্ধকারে রেখে জমি হস্তান্তর করছে বিডিএ , দাবি মালিকদের

পূর্ব বর্ধমান:- জমির মালিকদের অন্ধকারে রেখে জমি হস্তান্তর করছে বর্ধমান উন্নয়ন পর্ষদ অর্থাৎ BDA এমনি অভিযোগ করেন জমি মালিকরা।
এদিন বর্ধমান শহরের আলিশা মৌজার জমির মালিকানারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান।
মূলত এদিন জমি মালিকরা জানান,আলিশা মৌজার পাশ দিয়ে চলে গেছে ২ নম্বর জাতীয় সড়ক,কার্যতঃ ২রা অক্টোবর বর্ধমান উন্নয়ন পর্ষদ সংস্থার পক্ষ ডাকা হয়,সেখানেই জানানো হয় ২নম্বর জাতীয় সড়ক সিক্স লেন হবে ।

এই কথা শুনে আলিশা মৌজার জমি মালিকরা জমি দেবেন না বলে চলে আসেন,আবারো চিঠি করা হয় বর্ধমান উন্নয়ন পর্ষদ সংস্থার পক্ষ থেকে যে আগামীকাল অর্থাৎ রবিরার তাদের নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত করবেন।
এই অবস্থায় চিন্তিত হয়ে পড়েন আলিশা মৌজার জমির মালিকগণ। তারা জানিয়েছেন দীর্ঘদিনের এই জমিতে চাষ করেন,এছাড়া নিজ জমির উপর ইতিমধ্যে পেট চালানোর জন্য দোকানপাট রয়েছে।

কার্যতঃ বর্ধমান উন্নয়ন পর্ষদ সংস্থা অন্ধকারে রেখে অবৈধভাবে জমির উপর হস্তক্ষেপ করছেন।
এমত অবস্থায় কোনোরকম জমি দেওয়া হবে না, দরকারে রাস্তায় শুয়ে আন্দোলন হবে,তাতেও যদি সুরাহা না হয় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দ্বারস্থ হবেন বলে সাফ জানিয়ে দেন জমির মালিকরা।
এখন দেখার উন্নয়নের স্বার্থে কি ব্যবস্থা গ্রহণ করবে বর্ধমান উন্নয়ন পর্ষদ সংস্থার কর্তৃপক্ষ সেদিকে তাকিয়ে আলিশা মৌজা জমির মালিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *