বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

শেষ মুহূর্তে বদলে গেল খেলার ইতিহাস, ইস্টবেঙ্গলের জাদু!

Published on: August 27, 2025
---Advertisement---

Join WhatsApp

Join Now

এক গোলেই চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন ছুঁল লাল-হলুদ বাহিনী!ফাজিলা কি করে লিখলেন ইতিহাস ? জানলে অবাক হবেন!

প্রথমবারের সুযোগ, আর এক ম্যাচ দূরে ইস্টবেঙ্গলের স্বপ্নপূরণ!কম্বোডিয়ার মাঠে লাল-হলুদের ঝড়, থামাতে পারল না কেউ!

একটা ম্যাচ, একটা গোল, আর সেই গোলেই বদলে গেল ইতিহাস! দর্শকরা যখন ধরে নিয়েছিলেন ম্যাচটা হয়তো ড্র হতে চলেছে, তখনই এল সেই মুহূর্ত যা ইস্টবেঙ্গলের মহিলা দলকে আরও এক ধাপ এগিয়ে দিল এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বের দিকে। সোমবার কম্বোডিয়ার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে, নম পেন ক্রাউনকে ১-০ গোলে হারিয়ে লাল-হলুদরা লিখল নতুন অধ্যায়। একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান তারকা ফাজিলা ইকওয়াপুট। কিন্তু গল্পটা এতটাও সহজ ছিল না।

প্রথমার্ধে দু’পক্ষই সমানতালে লড়াই করলেও কেউই সুযোগ কাজে লাগাতে পারেনি। ৪২ মিনিটে ফাজিলা বল জালে জড়ালেও, অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। হতাশার আবহে বিরতিতে যায় দল। দ্বিতীয়ার্ধে ফের আক্রমণে ঝাঁপায় ইস্টবেঙ্গল। ৪৭ মিনিটে ফাজিলার শট ফিরিয়ে দেন ক্রাউনের গোলকিপার চেয়া ফারিয়া। এক মিনিট পর সুলঞ্জনা রাউলের শটও বাইরে যায়। টানা সুযোগ নষ্ট করতে থাকেন সঙ্গীতা, ফাজিলা- লাল-হলুদ শিবিরে তখন চাপ বাড়ছিল।

অবশেষে ৭০ মিনিটে রেস্টি নানজিরির নিখুঁত ক্রস ধরে কাছ থেকে শটে গোল করেন ফাজিলা। সেই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। শেষ মুহূর্তে ক্রাউনের গোলকিপার ফাউল করে লাল কার্ড দেখলে, ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আসে ইস্টবেঙ্গলের হাতে।

এই জয়ের মধ্য দিয়ে ইস্টবেঙ্গলের মহিলা দল মূলপর্বের আরও এক ধাপ কাছে চলে এল। আগামী ৩১ অগস্ট তাদের প্রতিপক্ষ হংকংয়ের কিচি এসসি। সেই ম্যাচেই নির্ধারিত হবে, ইস্টবেঙ্গল প্রথমবারের মতো কি না ইতিহাস গড়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে জায়গা করে নিতে পারবে।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে এ এক অনন্য মুহূর্ত – যেখানে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে লাল-হলুদরা গোটা এশিয়ার মঞ্চে ছাপ রাখতে চলেছে। ফাজিলার সেই এক গোল শুধু ম্যাচ নয়, বদলে দিল লাল-হলুদের স্বপ্নপথের দিকনির্দেশ। এখন অপেক্ষা ৩১ অগস্টের – সেই দিনই নির্ধারিত হবে ইস্টবেঙ্গলের মহাকাব্যিক যাত্রার শেষ ধাপ।

Join Telegram

Join Now