বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

চালু হলো কিষাণ রেল , কৃষক শিবিরে খুশির হাওয়া

Published on: January 30, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

খুশির হাওয়া বইতে শুরু করল উত্তরের কৃষি বলয়ে। উত্তরবঙ্গের কৃষকদের দীর্ঘদিনের দাবি পূরণ করল রেল দফতর। চালু হল কিষান রেল। এর ফলে প্রথম স্থানীয় কৃষকরা অত্যন্ত কম খরচে জলপাইগুড়ি থেকে আগরতলা পর্যন্ত পাঠাতে পারবে তাদের কৃষিজাত পণ্য।আর মোট ভাড়া থেকে ৫০% ছাড় পাবেন কৃষকরা। এই ৫০% টাকা ভর্তুকি দেবে কেন্দ্রীয় কৃষি দফতর।

আপাতত সপ্তাহে একদিন, শুধুমাত্র রবিবার করে চলবে এই বিশেষ ট্রেনটি। এই ট্রেন চালু হওয়ায় একদিকে যেমন খুশি কৃষকরা, তেমনি অপরদিকে অত্যন্ত খুশি হয়েছেন লরি মালিকরা ও অন্যান্য মহল। কারণ, এবার তাদের উপর থেকে কৃষিজাত পণ্য বহন করার চাপটা বেশ খানিকটা কমবে বললেই চলে। রবিবাসরীয় সকালে এই বিশেষ ট্রেনের উদ্বোধন করলেন জলপাইগুড়ির সাংসদ ডা. জয়ন্ত কুমার রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন অনুগামী এবং জলপাইগুড়ি স্টেশনের কর্মকর্তারা। ১৮ বগির ট্রেনটি পুরোটাই লাল এবং ধূসর রঙের। কিষান রেলকে দেখতে অনেকটা রাজধানী এক্সপ্রেসের মতো। এক-একটি বগিতে ২৪ টন করে আলু বোঝাই করে জলপাইগুড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে ট্রেনটি।

Join Telegram

Join Now