33 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের নিয়ে বৈঠক করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস
33 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের নিয়ে বৈঠক করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস । ওই ওয়ার্ডে বিপুল ভোটে জয়যুক্ত হবে এই আশাবাদী পামেলা চ্যাটার্জী । পামেলা চ্যাটার্জী নিজে বলেন যেভাবে মানুষের সাড়া পাচ্ছেন এতটা এর আগে কোনদিন দেখেননি শোনেননি ।
এত মানুষকে কাছে পাচ্ছেন মিটিং মিছিলে বিধানসভা তো দেখা যায়নি তাই পুরোপুরি হানডেট পার্সেন্ট ভোটে বিপুল ভোটে জয় যুক্ত হবেন বলে জানিয়েছেন পামেলা চ্যাটার্জী । উপস্থিত ছিলেন বর্ধমান জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস এবং ওই এলাকায় অন্যান্য পুরনো এবং নতুন তৃণমূল কর্মীরা ।