কাজল তুই সবেতে বেশি কথা বলছিস- মমতা
মমতা জানিয়েছেন,বীরভূমের সংগঠন তিনি দেখবেন
কাজল শেখকে মমতা বলেন, ‘কাজল তুই সবেতে বেশি কথা বলছিস। কালীঘাটে বীরভূমের নেতাদের নিয়ে বৈঠকে কাজল শেখের কথা বলায় লাগাম টেনেছেন দিদি।এরপর বলেন আমি শোকজ করব। কাজল দিদির মুখের উপর কিচ্ছু বলতে পারেননি বলে জানা গিয়েছে।দু’মাস কোর কমিটিতে । এরমধ্যে কাজল একাধিকবার সংবাদমাধ্যমে বিস্ফোরণ ঘটিয়েছেন।
প্রতি সপ্তাহে জেলায় কোর কমিটির বৈঠক করতে বীরভূমের নেতাদের মমতার নির্দেশ।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ।জেলা সভাপতি পদ থেকে সরায়নি অনুব্রত মণ্ডলকে তৃণমূল।মমতা জানিয়েছেন,বীরভূমের সংগঠন তিনি দেখবেন।দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তীকে বীরভূমের সংগঠন দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।