আবারও ধীরে ধীরে বারছে করোনা সংক্রমণ। এই সংক্রমণে আক্রান্ত পূর্ব বর্ধমান জেলা আদালতের তিনজন বিচারপতি। বন্ধ হয়ে গেল তিনটি এজলাসের কাজকর্ম। বর্ধমান জেলা বার এসোসিয়েশনের পক্ষ থেকে জানাগেছে,

ষষ্ঠ আদালতের বিচারপতি, সাব-জর্জ এবং ২য় সাব-জর্জ করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সংক্রমণ নিয়ে আইসোলিউসেন রয়েছেন। এই তিনটি এজলাসে ১৫জুলাই পর্যন্ত কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বার এসোসিয়েশনে।

এছাড়া আদালতের অন্যান্য এজলাস খোলা থাকলেও জারি হয়েছে বিধিনিষেধ। বর্ধমান জেলা বার এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেক উকিল বাবুদের মুখে মাস্ক ও হাতে স্যানিটাইজার ব্যবহার করতে হবে।