ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান
ভারতের ছাত্রফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ জেলার প্রতিটি কলেজের অধ্যক্ষের কাছে আগামী ২৫/১/২০২২ থেকে শুরু হওয়া বর্ধমান বিশ্ববিদ্যালয় এর স্নাতক স্তরের পঞ্চম সেমিস্টারের অনলাইন মাধ্যমে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে এইবারের অনলাইন পরীক্ষাতে গতিববারের অনলাইন পরীক্ষার মতন
কোনো ছাত্রছাত্রী যেন ডিজিটাল ডিভাইডেসন এর শিখার হয়ে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত না থাকে তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কে বার্তি উদ্যোগ গ্রহনের দাবি জানিয়ে স্বারকলিপি প্রদান করা হল এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ডেপুটেশন কর্মসূচি তে উপস্থিত ছিলেন sfi জেলা সম্পাদক অনির্বান রায় চৌধুরী ও সম্পাদক মন্ডলী র সদস্য দিব্যেন্দু নন্দী।
জেলা সম্পাদক অনির্বান রায় চৌধুরী জানান যে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গত দুই সেমিস্টারের মতন এই সেমিস্টারের পরীক্ষাও অনলাইনে গ্রহণ করা হচ্ছে কিন্তু গত সেমিস্টারের অনলাইন পরীক্ষা তে ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না গত সেমিস্টারে বহু ছাত্রছাত্রী ডিজিটাল ডিভাইডেশন এর শিখার হয়ে ইন্টারনেট কানেকশন ও ডিজিটাল ডিভাইস না থাকার জন্য পরীক্ষা তে অংশগ্রহণ থেকে বিরত থাকে ফলে
এই সেমিস্টার পরীক্ষাতে এই একই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এবং সকল পরীক্ষার্থীরা যেন সুষ্ঠু ভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তার অধিনস্থ কলেজ কর্তৃপক্ষ গুলিকে অগ্রিম উদ্যোগ গ্রহণের দাবি জানালাম তার পাশাপাশি পরীক্ষার এই কদিন পরীক্ষার্থীদের সুবিধার জন্য আমাদের সংগঠনের জেলা দপ্তর কে ফ্রী WIFI জোন হিসাবে ঘোষণা করলাম।