বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আইপিএলের ইতিহাসে নজির সৃষ্টি করল বৈভব সূর্যবংশী

Published on: April 28, 2025
---Advertisement---

Join WhatsApp

Join Now


আজ, ২৮শে এপ্রিল, ২০২৫, আইপিএলের ইতিহাসে এক নতুন তারার জন্ম হলো। রাজস্থান রয়্যালসের ১৪ বছর বয়সী ওপেনার, বৈভব সূর্যবংশী, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এক অবিশ্বাস্য ইনিংস খেললেন। জয়পুরে অনুষ্ঠিত এই ম্যাচে বৈভব মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হওয়ার নজির গড়লেন।


বৈভব যখন ব্যাট করতে নামেন, তখন অনেকেই হয়তো ভাবেননি যে এত অল্প বয়সে এমন বিস্ফোরক ইনিংস দেখা যাবে। কিন্তু তিনি শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন। গুজরাটের শক্তিশালী বোলিং আক্রমণকে তুচ্ছ জ্ঞান করে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। তার ব্যাটিং-এ ছিল নির্ভীকতা এবং টাইমিংয়ের অসাধারণ দক্ষতা।
মাত্র ১৭ বলে অর্ধশতরান পূর্ণ করার পরেই বোঝা গিয়েছিল আজ বিশেষ কিছু ঘটতে চলেছে। এরপরের ১৮টি বলে তিনি আরও ৫০ রান যোগ করে সেঞ্চুরি পূর্ণ করেন। তার এই ঝোড়ো ইনিংসে ছিল ৬টি বিশাল ছক্কা এবং ৯টি চার। গোটা স্টেডিয়াম তখন উল্লাসে ফেটে পড়ে, সকলেই হতবাক হয়ে দেখছিলেন এক কিশোরের এমন অসামান্য প্রতিভা।
বৈভব সূর্যবংশীর এই সেঞ্চুরি শুধু ব্যক্তিগত মাইলফলকই নয়, এটি আইপিএলের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করলো। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এই ইনিংস ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মকে আরও উৎসাহিত করবে।
উল্লেখ্য, এর আগে আইপিএলে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানের রেকর্ড ছিল মনীশ পাণ্ডের, যিনি ১৯ বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। বৈভব সেই রেকর্ড ভেঙে দিলেন বহু বছর পর।
এই তরুণ তুর্কির ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন এক অভিজ্ঞ ব্যাটসম্যান খেলছেন। তার শট নির্বাচন, উইকেটের চারিপাশে রান করার ক্ষমতা এবং চাপের মুখেও শান্ত থাকা—সবকিছুতেই ছিল পরিণত মনের পরিচয়।
বৈভব সূর্যবংশীর এই প্রথম আইপিএল সেঞ্চুরি নিঃসন্দেহে দীর্ঘকাল ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে থাকবে। তার এই ইনিংস প্রমাণ করে দিল যে প্রতিভা বয়সের বাধা মানে না। ভারতীয় ক্রিকেটের আঙিনায় এক নতুন নক্ষত্রের আগমন হলো, এখন দেখার তিনি ভবিষ্যতে আরও কতদূর যান।

Join Telegram

Join Now