শিক্ষা দপ্তরের উদ্যোগ , স্কুল খোলার সম্ভবনা অক্টোবরে
অক্টোবরে খুলে যেতে পারে রাজ্যের স্কুলগুলি। প্রাথমিক উদ্যোগ নেওয়া শুরু শিক্ষা দফতরের তরফে। মঙ্গলবার জেলা স্কুল পরিদর্শকদের পাঠানো নির্দেশিকায় স্কুল পড়ুয়াদের আধার নথিভুক্তিকরনের নির্দেশ এসেছে।
করোনা অতিমারী পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই বন্ধ স্কুলগুলি। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুজোর পর স্কুল খুলবে।সেই পরিস্থিতিতে আগামী , ৪, ৫, ৭ ও ৮ অক্টোবর মূলত নবম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের আধার নথিভুক্তি করা হবে। শিক্ষা দফতরের সচিব সূত্রের খবর, আপাতত পরীক্ষামূলকভাবে এই কাজ শুরু হচ্ছে। পুজোর পর পুরোপুরি আধার নথিভুক্তির কাজ চলবে।
দীর্ঘদিন বন্ধ থাকার কারনে এবং ঘটে যাওয়া দুটি ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশকিছু স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। সাফাই এবং সংস্কারের জন্য স্কুলগুলিকে আর্থিক সাহায্য করতে চলেছে রাজ্য সরকার। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্কুলের জন্য সর্বোচ্চ ৫ লক্ষ টাকা দেওয়া হবে। সেই সঙ্গে উচ্চপ্রাথমিক স্কুলগুলির জন্য ২ লক্ষ টাকা ও প্রাথমিক স্কুলের শ্রেণিকক্ষ মেরামত করতে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বরাদ্দ করা হবে।
এছাড়াও স্কুলগুলো থেকে প্রাপ্ত সার্ভে রিপোর্ট অনুযায়ী টেবিল সারাতে স্কুল পাবে ২ হাজার টাকা, বেঞ্চের জন্য দেওয়া হবে ২৫০০ টাকা। স্কুলের ক্যাম্পাস সাফাই এবং স্যানিটাইজেশন-এর জন্য প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল পাবে ৫ হাজার, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল পাবে ১০ হাজার টাকা করে।
শৌচাগার সাফাই বা সংস্কারে বরাদ্দ হবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা। পানীয় জলের ব্যবস্থার জন্য স্কুল সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং স্কুলের ইলেকট্রিক লাইন মেরামতিতে সর্বোচ্চ ৫ হাজার টাকা বরাদ্দ হবে শিক্ষা দফতরের তরফে।